দক্ষিনদিনাজপুর

দক্ষিণ দিনাজপুর জেলার পঞ্চায়েত সমিতির শেষ পাওয়া ফলাফল

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এবার দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ৮ টি ব্লকের মোট ১৮৭ টি আসন পঞ্চায়েত সমিতি। দেখে নেওয়া যাক বেশ কয়েকটি ব্লকের জয়ী আসন গুলি - 

কুমারগঞ্জ ব্লকের মোট ২৩ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল ১৫ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। বিজেপি ৫ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। পেন্ডিং রয়েছে ০ আসনে। 

হিলি ব্লকের মোট ১৪ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল ৪ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ৩ আসনে। বিজেপি ২ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। পেন্ডিং রয়েছে ০ আসনে। 

কুশমণ্ডি ব্লকের মোট ২৪ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল ১৯ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। বিজেপি ৪ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। আরএসপি ১ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। পেন্ডিং রয়েছে ০ টি আসনে। 

গঙ্গারামপুর ব্লকের মোট ৩২ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল ২৪ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। পেন্ডিং রয়েছে ৮ টি আসনে। 

হরিরামপুর ব্লকের মোট ১৮ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল ৪ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ৮ আসনে। বিজেপি ১ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। সিপিআইএম ০ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ১ আসনে। কংগ্রেস ০ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ১ আসনে। নির্দল ০ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ১ আসনে। পেন্ডিং রয়েছে ০ টি আসনে। 

বংশিহারী ব্লকের মোট ১২ টি গ্রাম পঞ্চায়েত আসনের মধ্যে তৃণমূল ৬ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। বিজেপি ২ টি আসনে জয়ী হয়েছে, এগিয়ে রয়েছে ০ আসনে। পেন্ডিং রয়েছে ০ টি আসনে।